
ঈশান বাংলার কেন্দ্রবিন্দু শিলচরের অধিষ্ঠাত্রী মা শ্মশানকালীর দর্শন করলাম আজ গভীর রাতে। রাত হয়ে যাওয়ায় মন্দিরের দরজা বন্ধ ছিল, তবে ছবিটি জুম করলে মায়ের অপরূপ মুখমণ্ডল দেখা যাবে। মায়ের দুদিকে ডাকিনী যোগিনী আছেন। মায়ের মূর্তি অনেকটা তান্ত্রিক বৌদ্ধধর্মের মূর্তির মত।
এই কাছাড় এবং শ্রীহট্ট পালযুগে বারেন্দ্রভূমের সীমানা ছিল। এখানে তন্ত্রের চর্চা আশ্চর্য স্ফুরণ পেয়েছিল। ভাবলে খারাপ লাগে, যা ছিল আমাদের তন্ত্রাশ্রয়ী সাম্রাজ্য, যেখানে ছিল আমাদের শেকড়, সেখানে আজকের বাঙালি কতটা ছিন্নমূল, ছত্রভঙ্গ, উদ্বাস্তু, উপদ্রুত, আত্মবিস্মৃত এবং জীবন্মৃত হয়ে আছে।
সেজন্য, মা শ্মশানকালীর জয় হোক। কারণ, একমাত্র তিনিই আমাদের এই হননকালের অন্ধকার রাত্রে আলো দেখান।
হৃদি শ্মশানকালিকায়ৈ দেবতায়ৈ নমঃ। জয় মা কালী। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
শ্মশানকালী সম্পর্কে আমার আগেকার লেখার লিংক
মা শ্মশানকালী: তত্ত্ব, সাধনা মূর্তি ও মন্ত্র https://matshonyay.home.blog/2022/12/21/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81/
মা কালী কেন শ্মশানবাসিনী? গুপ্তসাধনতন্ত্রের ব্যাখ্যা
https://matshonyay.home.blog/2023/03/11/%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80/
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছাব্বিশ এপ্রিল দুহাজার তেইশ।