
মা কালী কেন শ্মশানবাসিনী? গুপ্তসাধনতন্ত্রের ব্যাখ্যা।
নানাভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। মা কালী জগদবিলয়, তিনি সৃষ্টি ও স্থিতির পর প্রলয় আনেন। তাই শ্মশান তাঁর প্রতীক, যেখানে জগতের অন্ত। আবার কালী মোক্ষদা, তিনি অন্তিমে কৈবল্য প্রদান করেন। সেজন্যও শ্মশান, যেখানে সমস্ত জাগতিক মোহ পুড়ে ছাই হয়। আবার প্রাচীন কাল থেকেই আগুন ও মা কালীর সংযোগ, সেজন্যও শ্মশানের আগুনে তাঁর অধিষ্ঠান।
তবে মা কালী কেন শ্মশানবাসিনী, এই প্রশ্নের উত্তর গুপ্তসাধনতন্ত্রে এভাবে দেওয়া আছে। এটি আগমবাগীশ তাঁর তন্ত্রসারে উদ্ধৃত করেছেন।
“কথং সা দক্ষিণাকালী শ্মশানালয়বাসিনী?
সংহাররূপিণী কালী জগন্মোহনকারিণী।
বহ্নিরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়ঃ।
অতএব মহেশানি শ্মশানালয়বাসিনী।”
কালী সংহাররূপ ধারণ করেন, সেজন্য শ্মশানবাসিনী। তিনি জগৎকে মোহিত করেন এই শ্মশান থেকেই। তিনি বহ্নিরূপ ধারণ করেন, তাতে সংশয় নেই। সেজন্য তিনি শ্মশানবাসিনী।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি ইন্টারনেট থেকে।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দুই মার্চ দুহাজার তেইশ