
সহজ মহাষ্টমীর ভোগ। সন্ধিপুজো না হওয়া পর্যন্ত মূলত নিরামিষ ভোগ হয়, যদিও মাছ দিয়ে আমরা ভোগ দিই শারদীয়া পুজোয়, কিন্তু সেটা এবার বাসন্তী দুর্গা পুজোয় করা হয়নি।
মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় মা দুর্গা। জয় জয় মা।
আজ ভারতীয় সময় রাত দশটা সতেরো মিনিটে মহাষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে, অর্থাৎ মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণ। সন্ধিপুজোর সময় হল মহাষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট থেকে মহানবমী শুরুর প্রথম চব্বিশ মিনিট পর্যন্ত।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ঊনত্রিশ মার্চ দুহাজার তেইশ