মা কালীর একটি সংক্ষিপ্ত ধ্যানমন্ত্র, ব্রহ্মানন্দের তারারহস্য থেকে – তমাল দাশগুপ্ত

মা কালীর একটি সংক্ষিপ্ত ধ্যানমন্ত্র জানব আজকে, যা মাতৃমূর্তির হুবহু বর্ণনা করে। ব্রহ্মানন্দর তারারহস্যে এই ধ্যানমন্ত্র পাই।

মা কালীর যে পাঁচটি ধ্যানমন্ত্রর সংকলন দিয়েছেন আগমবাগীশ তাঁর বৃহৎ তন্ত্রসারে, সেগুলি খুবই বিখ্যাত, সবগুলি নিয়েই আগে লিখেছি, কিন্তু বাংলায় মূলত যে ধারা অনুযায়ী জনপ্রিয় কালীমূর্তি তৈরি হয়, অনেক ক্ষেত্রেই এই মন্ত্রগুলির সঙ্গে মিল নেই, একমাত্র সিদ্ধেশ্বরতন্ত্র থেকে উদ্ধৃত মন্ত্রটি কাছাকাছি কিন্তু সেটিও আমাদের কালী মূর্তির সঙ্গে সম্পূর্ণ মেলে না।

কিন্তু বাংলার লোকপ্রিয় কালীমূর্তির একটি চমৎকার ধ্যানমন্ত্র পাই ব্রহ্মানন্দ গিরিতীর্থাবধূত প্রণীত তারারহস্যম গ্রন্থে। সেটি আজ জানব।

বরাভয়করা দেবী খড়্গমুণ্ডধরা তথা।
ললজিহ্বা চোগ্ররূপা কালী সর্বৈ: সুপূজিতা।।

অনুবাদ: দেবীর চার হাতে বর এবং অভয়, খড়্গ এবং মুণ্ড। তিনি জিহ্বা প্রসারিত করে আছেন, এবং তিনি উগ্ররূপা। এই মূর্তিরূপেই মা কালী সর্বজনে সুপূজিত।

© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta

জয় মা কালী। জয় জয় মা।

মায়ের ছবি pexels থেকে

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, একুশ মার্চ দুহাজার তেইশ

এখানে আপনার মন্তব্য রেখে যান