

মায়ের অনেকগুলি নামের মধ্যে একটি হল দ্বারবাসিনী।
আজ কলকাতায় এসেছিলাম, অ্যাকাডেমি অভ ফাইন আর্টসের দুয়ারের বাইরে (রাণুছায়া মঞ্চর ওপর) এবং প্রেসিডেন্সি কলেজের দুয়ারের বাইরে সরস্বতী পুজোর মণ্ডপ দেখলাম। ভালোই।
চাঁদ বণিক বাম হাতে মা মনসার পুজো করেছিলেন, এই প্রতিষ্ঠানগুলোর দুয়ারের বাইরে মা সরস্বতীর পুজো হয়েছে। চাঁদ শৈব ছিলেন, আর এরা সেকুলার। চাঁদের ছিল একগুঁয়েমি আর এদের আছে আঁতলামি: দুটি শব্দেই চন্দ্রবিন্দুর গভীর তাৎপর্য আছে।
তবে আমরা হলাম শাক্ত, আমরা এতেই তুষ্ট। আপাতত।
আপাতত দুয়ারে সরস্বতীই সই।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সাতাশ জানুয়ারি দুহাজার তেইশ