
তেলকুপির অধিষ্ঠাত্রী মা কালী। পৌষ অমাবস্যায় বাৎসরিক পুজো হয়। মন্দিরটি নির্জন, তেলকুপি ঘাটের কাছেই। একটি বেদী আছে, ছবি আছে, ছৌ-কালী আছেন, তবে মায়ের কোনও স্থায়ী মূর্তি নেই, যদিও বাৎসরিক পুজোর সময় মায়ের মৃন্ময়ী মূর্তি স্থাপিত হয়।
জয় জয় মা। তোমার হৃত গৌরব আমরা ফিরিয়ে আনব আবার। তন্ত্রবিদ্যা পুনঃপ্রকাশিত হোক বাঙালির মধ্যে, মায়ের অপরূপ মূর্তি আমরা আবার অবলোকন করি। বন্দে মাতরম।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, চব্বিশ জানুয়ারি দুহাজার তেইশ
সংযোজন তেলকুপি কালী, বাৎসরিক পূজার সময়, পৌষ অমাবস্যা তিথিতে
