
ডাকিনী যোগিনী।
কালীপুজোয় প্রায়ই দেখি মা কালীর দুই পাশে আছেন ডাকিনী যোগিনী। মা কালীর কোনও ধ্যানমন্ত্রে এঁদের উল্লেখ নেই, তাহলে এঁরা কিভাবে এলেন? আসলে এঁরা বজ্রযোগিনী মণ্ডল থেকে এসেছেন। পালযুগে পূজিত বজ্রযোগিনীর দুইদিকে বজ্রবর্ণনী এবং বজ্রবৈরোচনী, আজকের ছিন্নমস্তার দুইদিকে বর্ণিনী এবং ডাকিনী থাকেন।
কালী মহাসমুদ্রে এসে পৃথিবীর সমস্ত মাতৃধর্মের দর্শন তত্ত্ব ও ইতিহাসের শ্রেষ্ঠ নির্যাস মিশেছে। ডাকিনী যোগিনী মায়ের দুইদিকে থেকে তন্ত্রের এক সুপ্রাচীন ডায়াগ্রাম নির্মিত করেন: ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী সুষুম্না।
ডাকিনী অর্থে জ্ঞানী ও বিদুষী নারী। পালযুগে এটি সম্মানের উপাধি ছিল। ডাকিনী সম্পর্কে আগে লিখেছি। যোগিনী অর্থে মায়ের পুজোয় যিনি পৌরোহিত্য করেন, সর্বদা মায়ের সঙ্গে থাকেন (যিনি মায়ের সঙ্গে যুক্ত থাকেন, মায়ের পুজোর যোগান দেন তিনিই যোগিনী। প্রসঙ্গত যোগী শব্দের অর্থও তাই। যোগ এবং যোগী – এ দুটিই সেই আদিকালের হরপ্পা সভ্যতা থেকে পালযুগের মাতৃকা উপাসক সভ্যতা পর্যন্ত আবহমান তন্ত্রধর্মের কনসেপ্ট)।
সানুচর জগদকারণ জগন্মাতার মণ্ডলে ডাকিনী যোগিনীর জয় হোক।
জয় মা কালী। ডাকিনী যোগিনীর জয় হোক। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছয় জানুয়ারি দুহাজার তেইশ