
পালযুগের গৌড়বঙ্গে প্রধান উপাস্য ছিলেন মা তারা। অষ্টম শতকে পালসম্রাট ধর্মপাল তাঁর পতাকা ও রাজদণ্ডে তারামূর্তি অঙ্কিত করতেন, জানা যাচ্ছে সমসাময়িক রাষ্ট্রকূট তাম্রশাসন থেকে।
কিন্তু মা তারার উপাসনা আরও প্রাচীন। শশাঙ্কের রাজত্বের কিছু পরে হিউয়েন সাং তারা উপাসনা দেখেছিলেন মগধে ও বাংলায়। সময়কাল সপ্তম শতক।
ষষ্ঠ শতকে ইলোরা গুহাচিত্রে তারার উপস্থিতি লক্ষ্য করা যায়।
কিন্তু তারও অনেক আগে খ্রিষ্টপূর্ব যুগে মহাভারতের দুর্গাস্তবে তারিণীর উপাসনা করা হয়েছে।
তবে মা তারা সম্ভবত সাড়ে চার হাজার বছর আগে হরপ্পা সভ্যতা থেকেই পূজিত, প্রত্ন ফলক দেখে মনে হয়, সেখানে পূজিত ছিলেন একজন মা যিনি তারা-তারিণী, যিনি অসীম কৃপায় তাঁর সন্তানকে ভবসাগর তরিয়ে দেন।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা তারা। জয় জয় মা।
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, নয় ডিসেম্বর দুহাজার বাইশ