
মা কি সন্তানের বলি চাইতে পারেন? পারেন। পৃথিবী জন্ম দেন, পৃথিবীই গ্রাস করেন। যে কালস্রোতে ভেসে উঠি, সে কালস্রোতেই ডুবে যাই। মা কালী জগদকারণ, জগদবিলয়: মা কালী সৃষ্টি স্থিতি প্রলয়। জয় মা বলিপ্রিয়া রুধিরপ্রিয়া!
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দশ নভেম্বর দুহাজার বাইশ