জয় মা জগদ্ধাত্রী। মা যেমন আসেন আমাদের মধ্যে, মায়ের দুয়ারে মায়ের সন্তানরাও আসে এভাবেই। ঢাকের বাজনায় সেই সিংহনাদ শোনা যায়, মা, তোমার দামাল ছেলে মেয়েরা তোমার জয়ধ্বনি করতে এসেছে, তুমি আশীর্বাদ কর। তোমার শান্তিবারি আমাদের মনের গভীরতম অন্তঃস্থলে তোমার শক্তির স্পর্শ হয়ে আসুক।
আজ নিউ দিল্লি কালীবাড়িতে জগদ্ধাত্রী পুজো। চলচ্ছবি আমার তোলা।
জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দুই নভেম্বর দুহাজার বাইশ