
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, নয় সেপ্টেম্বর দুহাজার বাইশ
সংযোজন
পৃথিবীর সব মানব সমাজে ইনসেস্ট বা অজাচার বা অগম্যগমন নিষিদ্ধ। তন্ত্রের প্রকৃতি আদ্যা নিত্যা অব্যক্ত জগদকারণ, আমরা বোঝার সুবিধার জন্য মা বলি। এই প্রকৃতি একক ও অদ্বয়। জগন্মাতা থেকে জগৎ উৎপন্ন, তাঁতেই আশ্রিত এবং তাঁতেই বিলয়। অতএব তাঁর কোনও কনসর্ট হয় না। তিনি লিঙ্গভেদের অতীত, বোঝার সুবিধার জন্য মা বলে ডাকি। মাতৃসাধনার নাম করে কোনও তন্ত্রগুরু যদি মাতৃগমন করার শিক্ষা প্রচার করে থাকেন, তিনি স-শিষ্য স-অনুগামী চিরকাল রৌরব নরকে পাপভোগের অনন্ত শাস্তি পাবেন সন্দেহ নেই।