
অন্তিম পালযুগের ডাকিনী মূর্তি, দ্বাদশ শতক, গৌড়বঙ্গ। চতুর্ভুজা, মুণ্ডমালিনী, শববাহনা।
মা কালীর আধুনিক মূর্তিরূপ এই পালযুগের মহাসমুদ্রের মন্থনে উত্থিত হয়েছিল।
ছবি একটি নিলামসংস্থার সাইট থেকে।
মা কালী ও তন্ত্র: সাত সপ্তাহের অনলাইন কোর্স, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তন্ত্র কোর্সের প্যাটার্নে তৈরি করা হয়েছে। এই কোর্সের প্রথম ব্যাচ পয়লা বৈশাখে শুরু হয়েছিল। দ্বিতীয় এবং শেষ ব্যাচের আনুষ্ঠানিক সূচনা হয়েছে ফলহারিণী কালী পুজোর দিন। শেষ ব্যাচ, কারণ এভাবে একটি কোর্সের মাধ্যমে তন্ত্রের সামগ্রিক ইতিহাস তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা সহজ নয়, সেজন্য এরপর এই একটি কোর্সের বদলে অনেকগুলি আলাদা আলাদা কোর্স চালু হবে।
ধ্রুব লক্ষ্য: তন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনা। একদিনে হবে না। তবে একদিন তো হবে।
কোর্স ফিজ সাতশ টাকা, শিক্ষা সমাপনে শংসাপত্র দেওয়া হবে। লেট এনরোলমেন্ট নেওয়া হচ্ছে শনিবার রাত অবধি। হোয়্যাটস্যাপ করুন 7699750212 নম্বরে।
জয় মা কালী।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ঊনিশ মে দুহাজার তেইশ