
“মা কালী ও তন্ত্র” কোর্স: দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে। মা কালী এবং তন্ত্রের পূর্ণাঙ্গ ইতিহাসের ওপরে একটি মাত্র কোর্স করার মাধ্যমে তন্ত্রধর্মের মাতৃকা উপাসনার সম্পূর্ণ রূপরেখা জানার এই শেষ সুযোগ, এরপর আর এমন সামগ্রিক কোর্স হবে না, যদিও তন্ত্রের বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে কোর্স করানো হবে।
ভারতে প্রথম মা কালী ও তন্ত্র বিষয়ক সারস্বত চর্চার প্রয়াস করেছি আমরা। পয়লা বৈশাখের প্রথম ব্যাচের পর আমাদের দ্বিতীয় ও শেষ ব্যাচ এবার শুরু হচ্ছে। আনুষ্ঠানিক সূচনা ১৮ই মে ফলহারিণী অমাবস্যার দিন, থিওরি ক্লাসের সূচনা হবে ২১শে মে রবিবার থেকে। তারপর থেকে প্রতি সপ্তাহে গুগল মিটে ক্লাস হবে শনি রবি দুদিন: শনিবার সন্ধে ৭.৪৫ থেকে আর রবিবার সন্ধে ৬টা থেকে ক্লাস হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তন্ত্র কোর্সের ধাঁচে গঠিত এই সাত সপ্তাহের কোর্সের সম্মানমূল্য সাতশ টাকা।
এতে জানতে পারবেন:
প্রাচীন প্রস্তর যুগ থেকে মাতৃকা উপাসনার ধারা।
প্রাচীন প্রাগৈতিহাসিক ভারতে ও বাংলায় মাতৃধর্ম।
মা কালীর আদিতম প্রত্ন রূপ।
মা কালী এবং তন্ত্রধর্মের দীর্ঘ ইতিহাস: আদি, মধ্য এবং আধুনিক যুগে।
তন্ত্রের তত্ত্ব এবং বিভিন্ন প্রয়োগ।
প্রতিটি আলাদা আলাদা থিওরি ক্লাসের সঙ্গে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবস্থা আছে।
কোর্সে ভর্তি হতে চাইলে 7699750212 নম্বরে পেটিএম/ফোনপে/গুগলপে করুন ৭০০ টাকা।
ব্যাংক ট্রান্সফার করতে চাইলে
Rituparna Koley
Account Number 33054363900
IFSC
SBIN0001865
(SBI, Tarakeshwar branch)
টাকা পাঠানোর পর অবশ্যই স্ক্রিনশট হোয়্যাটস্যাপ করে দেবেন 7699750212 নম্বরে।
এই সাত সপ্তাহের সম্পূর্ণ কোর্স করাব আমি নিজে। কোর্স সমাপনে শংসাপত্র দেওয়া হবে।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
ছবিতে দেখছেন সপ্তম শতকে বৃহৎ বঙ্গের উড়িষ্যা অঞ্চলের অভিনব চামুণ্ডা মূর্তি। ছবি ইন্টারনেট থেকে।
জয় মা কালী। জয় জয় মা।
বিশেষ দ্রষ্টব্য। বাংলাদেশ থেকে কেউ কোর্স করতে চাইলে উপায় আছে। পোস্টে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পনেরো মে, দুহাজার তেইশ