
ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজোর প্রস্তুতি নিচ্ছে বাংলা। আমাদের মা কালী এবং তন্ত্র কোর্সের দ্বিতীয় এবং শেষ ব্যাচের আনুষ্ঠানিক সূচনাও হচ্ছে আজ রাতে, ফলহারিণী কালী পুজোর পুণ্য তিথিতে।
এই সাতশ টাকার এক কোর্সে ষাট হাজার বছরের মাতৃধর্মের নির্যাস আছে। এই শেষ এরকম কোর্স করছি আমরা, এরপর এই এক কোর্স থেকে সাত, চোদ্দ, একুশ আলাদা আলাদা কোর্স তৈরি হবে।
ধ্রুব লক্ষ্য, তন্ত্র বিশ্ববিদ্যালয়।
লাস্ট কল। মা কালী ও তন্ত্র কোর্সে ভর্তির শেষ সুযোগ পেতে অবিলম্বে হোয়্যাটস্যাপে যোগাযোগ করুন ঋতুপর্ণার নম্বরে: 7699750212
জয় মা কালী। জয় জয় মা।
দেখছেন পালযুগের চামুণ্ডা মূর্তি।
মা ফলহারিণী কালী সম্পর্কে জানতে কমেন্টের লিঙ্ক দেখুন।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
সংযোজন
ফলহারিণী কালী
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আঠেরো মে দুহাজার তেইশ