
জব চার্নক কলকাতার স্রষ্টা নন। শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের স্রষ্টা নন। মহাকাব্যের রাম শারদীয়া দুর্গাপুজোর প্রবর্তক নন। প্রথমটি আদালতের রায়। বাকি দুটির জন্যও জনস্বার্থ মামলা করা প্রয়োজন সম্ভবত, নইলে গোড়ায় গলদ হচ্ছে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সাতাশ এপ্রিল দুহাজার তেইশ।