
আজ রাতে কালীঘাট মন্দিরে মাকে দর্শন করতে গেছিলাম। দর্শন হল! কিন্তু গর্ভগৃহের সামনে গেলে কপালে বিশ্রী গেরুয়া তিলক লাগাচ্ছে। অগত্যা লাল তিলকের জন্য মায়ের হাঁড়িকাঠের সিঁদুরের শরণাপন্ন হলাম। জয় মা কালী!
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পঁচিশ এপ্রিল দুহাজার তেইশ
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পঁচিশ এপ্রিল দুহাজার তেইশ