


পথের ধারে মা শ্মশানকালীর ছোট্ট একটি মন্দির। পাশেই বৃহৎ জলাশয়, যাকে বলে বিল।
এই জলাশয়ের নাম উপরবিল, বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক জানালেন। আমি পথের ধারে মায়ের মন্দির দেখে দর্শন করতে গেলাম, তো মায়ের দর্শন হল। কিন্তু তারপর পাশে যে বিস্তৃত জলাশয়, সেই বিলের দিকে চোখ আটকে গেল। কি মনে হল, আপন মনে জিগ্যেস করলাম, উপরবিল, তুমি আমাদের রাজা ধর্মপালকে দেখেছিলে? উত্তর পেলাম না, শুধু এক ঝলক শীতল বাতাস বয়ে গেল।
আশ্চর্য। মহাকাল ধর্মপাল এসেছিলেন এখানে পালযুগে, তাঁর সাম্রাজ্যের খস রেজিমেন্টের উৎসবে, এমন আশ্চর্য গল্পকথা কেউ বিশ্বাস করবে? আজকের এই শ্মশানকালী মন্দিরের জায়গায় পালযুগে চামুণ্ডামন্দির ছিল, এও নেহাত কাব্যকল্পনা।
কিন্তু ওরা যখন আমার ইতিহাস মুছে দেয়, তখন মা প্রতিবিধান করতে আর প্রতিশোধ নিতে কাব্যকেই তো পাঠাবেন।
জয় মা শ্মশানকালী। জয় মা কালী। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
ছবিগুলি আজ শিলচরের কাছেই শিলকুরি অঞ্চলে তোলা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ঊনত্রিশ এপ্রিল দুহাজার তেইশ।