
অভিনন্দন ডঃ ঋতু পর্ণা । আজ শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আমার স্ত্রী, বাঙালি আত্মপরিচয় আন্দোলনের পুরোধা, সপ্তডিঙা পত্রিকার সম্পাদক, কালীক্ষেত্র আন্দোলনের নেত্রী ঋতুপর্ণার পিএইচডি ভাইভা সুসম্পন্ন হল। আরও অনেক পথ যাওয়া বাকি, তবে এইটুকু পথ চলার উদযাপন করাও জরুরি।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আঠাশ এপ্রিল দুহাজার তেইশ।