মা কালী ও তন্ত্র কোর্স শুরু হচ্ছে গুগল মিটে – তমাল দাশগুপ্ত

মা কালী ও তন্ত্র: কোর্স শুরু হচ্ছে গুগল মিটে।

আমাদের প্রথম তন্ত্র কোর্স আগামী পয়লা বৈশাখ শনিবার শুরু হবে অনলাইনে। দ্বিতীয় তন্ত্র কোর্স শুরু হবে আগামী ১৮ই মে জ্যৈষ্ঠ অমাবস্যা, ফলহারিণী কালী পুজোর দিনে।

প্রথম কোর্স একমাত্র তাঁদের জন্য, যাঁরা জানুয়ারি মাসে একশ টাকা পাঠিয়েছিলেন। তাঁদের নিয়ে আজ রাতেই হোয়্যাটস্যাপ গ্রূপ তৈরি হবে। এঁদের কাছ থেকে আর কোনও মূল্য নেওয়া হবে না, কারণ এঁরা সবাই তন্ত্র বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূচনা করেছিলেন জানুয়ারি মাসে। আরও অনেকটা পথ যেতে হবে আমাদের।

যাঁরা জানুয়ারি মাসে টাকা পাঠিয়েছেন কিন্তু স্ক্রিনশট পাঠান নি, অনুগ্রহ করে স্ক্রিনশট পাঠান, 7699750212 নম্বরে।

দ্বিতীয় তন্ত্র কোর্স থেকে সম্মান মূল্য নেওয়া শুরু হবে। দ্বিতীয় তন্ত্র কোর্সে আমাদের সম্মান মূল্য ৭০০ (700) টাকা। সাত সপ্তাহের কোর্স, প্রতি শনি ও রবিবার অনলাইনে গুগল মিটে ক্লাস হবে। কোর্সের শেষে একটি প্রবন্ধ লিখতে হবে, তবে এটি ঐচ্ছিক, কেউ না লিখলেও শংসাপত্র পাবেন। পুরো কোর্স অক্সফোর্ডের তন্ত্র কোর্সের প্যাটার্নে ডিজাইন করা হয়েছে, যেখান থেকে আমি নিজে এই বছরে জানুয়ারি-মার্চ একটি টার্ম কোর্স করে এসেছি, এবং ৯২% স্কোর সহযোগে আমার টার্ম পেপার উচ্চপ্রশংসিত হয়েছে।

অক্সফোর্ডের কোর্সের মত আমাদের তন্ত্র কোর্সও সাত সপ্তাহের এবং অনলাইনে হবে।

বলা বাহুল্য প্রথম কোর্সটি যাঁরা করবেন তাঁদের জন্য দ্বিতীয় কোর্স দরকার নেই। তবে এই প্রথম এবং দ্বিতীয় কোর্সেই একমাত্র সম্পূর্ণ মা কালী ও তন্ত্র বিষয়ক আলোচনা থাকবে।

তৃতীয় কোর্স থেকে আলাদা আলাদা বিষয়ে ভেঙে ভেঙে কোর্স দেওয়া শুরু হবে, যেমন তন্ত্রের এবং মাতৃধর্মের ইতিহাসের ওপরে আলাদা কোর্স, আলাদা মাতৃকাদের কোর্স, এছাড়া তন্ত্রের নানা মার্গ বা যান সম্পর্কে কোর্স, তন্ত্রের ব্যবহারিক প্রয়োগের উপর কোর্স। যথেষ্ট চাহিদা থাকলে এরপর ইংরেজিতেও তন্ত্র কোর্স দেওয়া শুরু হবে, বিদেশি এবং অবাঙালিদের এবং অনাবাসী বাঙালিদের জন্য।

তবে এই প্রথম দুটি তন্ত্র কোর্স পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ তন্ত্র এবং কালীধর্ম বিষয়ে জানাবে, কাজেই এই প্রথম দুটি কোর্সের উপযোগিতা অনেকটাই বেশি।

সম্মানমূল্য ৭০০(700) টাকা পাঠাবেন ঋতুপর্ণাকে 7699750212 নম্বরে পেটিএম/ফোনপে/গুগলপে করে।

তন্ত্র কোর্স থেকে কি উপকার হতে পারে?

১. মাতৃভক্ত এবং মাতৃসাধকদের জন্য এরকম কোর্সের গুরুত্ব অপরিসীম। মাতৃকা উপাসনার শাক্ত ধর্ম সম্পর্কে সঠিক তথ্য, প্রাচীন প্রজ্ঞা এবং সুনির্দিষ্ট দিশা দেবে এই কোর্স।

২. বাঙালির প্রাণের আবহমান শেকড়ের তন্ত্রধর্ম এবং সেই তন্ত্রধর্মের কেন্দ্রস্থলের অধিষ্ঠাত্রী মা কালী সম্পর্কে সঠিক তথ্য আপনার আত্মপরিচয় ও আত্মসম্মানকে সুদৃঢ় করবে।

৩. তন্ত্র সম্পর্কে এবং মায়ের ধর্ম সম্পর্কে সমস্ত অজ্ঞানতা ও বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে এই কোর্স।

৪. এই কোর্সে তিনটি ভাগ থাকছে।
তন্ত্র ও মা কালীর ইতিহাস
তন্ত্র ও মা কালীর দর্শন ও ধর্মতত্ত্ব
তন্ত্র এবং কালীধর্মের ব্যবহারিক প্রয়োগ।

৫. নিছক তথ্য নয়। তথ্য তো থাকবেই কিন্তু তার থেকে বেশি থাকবে দিগদর্শন। এমন তথ্য যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এই ঘোর অন্ধকার ও দিশাহীন দিনকালে পথ দেখাবে। এই তন্ত্র কোর্স সুনির্দিষ্টভাবে আপনার ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে উত্তরণ, এবং সামগ্রিকভাবে আপনার অন্তঃশক্তির জাগরণের পথ দেখাবে।

৬. তন্ত্র নিয়ে বিদেশে সারস্বত চর্চা হয়, কিন্তু আমাদের দেশে হয় না। এই পরিস্থিতি পাল্টানোর জন্য, তন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করার জন্য বর্তমানে এই তন্ত্র কোর্স অতীব গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর হতে চলেছে।

৭. বাঙালি আত্মবিস্মৃত, বিভ্রান্ত, শেকড়বিচ্ছিন্ন। বাঙালির নবজাগরণের জন্য এই তন্ত্র কোর্স জরুরি।

৮. যে কোনও শিক্ষিত ব্যক্তি এই তন্ত্র কোর্স করতে পারেন এবং এই যে অতীব গুরুত্বপূর্ণ বিষয়, তন্ত্র এবং মা কালী, এই সম্পর্কে ক্রিটিক্যাল নলেজ এর অধিকারী হতে পারেন, কোনও পূর্বশর্ত বা প্রারম্ভিক যোগ্যতা ছাড়াই, এবং এমনকি ভক্ত হওয়ারও প্রয়োজন নেই, তন্ত্রে অভিষিক্ত বা মন্ত্র দীক্ষিত হওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র তন্ত্রধর্ম ও মাতৃকা উপাসনার এই সুমহান ঐতিহ্য এবং আবহমান শেকড়ের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনও আবশ্যিক যোগ্যতা নেই।

৯. তন্ত্র কোর্সের মাধ্যমে শাক্তধর্মীয় ঐক্য গড়ে উঠতে পারে এবং মাতৃকা উপাসনার ঋজুপথ নির্মিত হতে পারে। বর্তমানে শাক্তধর্মের কোনও শক্তিকেন্দ্র নেই, কালী উপাসনার কোনও কেন্দ্রীয় প্রতিষ্ঠান নেই। আগামী দিনে তা গড়তে গেলে সর্বাগ্রে একটি তন্ত্র আন্দোলন দরকার। তন্ত্র কোর্সের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরির মাধ্যমে আগামী দিনে মাতৃধর্মের নবজাগরণ সম্ভব।

দ্বিতীয় তন্ত্র কোর্সের জন্য ৭০০ (700) টাকা 7699750212 নম্বরে পাঠাতে পারেন আজ থেকেই। টাকা পাঠিয়ে অবশ্যই ওই নম্বরে হোয়্যাটস্যাপ করে দেবেন স্ক্রিনশট।

সরাসরি account এ পাঠাতে চাইলে

Rituparna Koley
Account Number 33054363900
IFSC SBIN0001865

তমাল দাশগুপ্ত Tamal Dasgupta

জয় মা কালী। জয় জয় মা।

মায়ের এই মৃন্ময়ী মূর্তি উনিশ শতকের বাংলায় নির্মিত এবং ব্রিটিশ মিউজিয়ামে বছর কয়েক আগে তন্ত্র বিষয়ক প্রদর্শনী (Tantra from Enlightenment to Revolution) -তে মায়ের এই মূর্তিটি কেন্দ্রস্থলে ছিল।

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছয় এপ্রিল দুহাজার তেইশ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s