মায়ের পুজোয় কেন লাল রং গুরুত্বপূর্ণ – তমাল দাশগুপ্ত

মায়ের পুজোয় লাল রং কেন গুরুত্বপূর্ণ?

লাল রং শাক্তধর্মের কেন্দ্রীয় প্রতীক। তবে লাল কেবল বলিপ্রিয়া মায়ের জন্য বলিপ্রদত্ত পশুর রক্তের রং নয়। মা রুধিরপ্রিয়া বলিপ্রিয়া, সেজন্য লাল রং ব্যবহৃত হয় এ কথা সত্যি। কিন্তু মায়ের উপাসনায় লাল রঙের আরও গভীর তাৎপর্য আছে। প্রসঙ্গত আমরা জানি আজ থেকে ত্রিশ হাজার বছর আগেকার প্রাচীন প্রস্তর যুগের মাতৃমূর্তি (Venus of Willendorf) red ochre বা এক ধরনের লাল সিঁদুর চর্চিত অবস্থায় পূজিত হত। এর পেছনে বিভিন্ন তাৎপর্য।

লাল রং রজঃ গুণের প্রতীক। এই লাল বর্ণে রজস্বলা পৃথিবী মায়ের বিভূতি প্রকাশিত হয়।

এজন্য তন্ত্রের লাল রং শক্তির প্রতীক, শক্তিমানের প্রতীক।

লাল রং ঊষার দ্যোতনা বহন করে। এজন্য হরপ্পা সভ্যতায় আজ থেকে পাঁচ হাজার বছর আগেকার মাতৃমূর্তিও লাল সিঁদুর দ্বারা চর্চিত। হ্যাঁ, আজকে আমাদের তন্ত্রের তিলকে ব্যবহৃত লাল সিঁদুর হরপ্পা সভ্যতার তন্ত্রের অন্যতম উত্তরাধিকার।

লাল রং মা কালীর প্রসারিত জিহ্বার প্রতীকও বটে।

অন্যদিকে লাল রং আগুনের প্রতীক হিসেবেও চিহ্নিত হয়। মা কালীর সঙ্গে আগুনের এই লাল আভা জড়িত আছে, কারণ মা শ্মশানের আগুনে অধিষ্ঠান করেন।

এজন্য আমরা মায়ের পায়ের জবাফুলকে এত ভালোবাসি। রামপ্রসাদ এজন্য গেয়েছেন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।

মা কালীর ছবি পিন্টারেস্ট থেকে।

© কালীক্ষেত্র আন্দোলন

কালীক্ষেত্র আন্দোলন ফেসবুক পেজ, ষোলো এপ্রিল দুহাজার তেইশ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s