
যা আমায় অমৃত করবে না, তা নিয়ে কি করব, এ প্রশ্ন সর্বক্ষণ করে যেতে হবে। যেনাহম্ নামৃতম্ স্যাম্ কিমাহম্ তেন কুর্যাম্।
তাই, কালীসাধনা আমাদের একমাত্র আশ্রয়। একমাত্র মা কালীই ভোগ ও মুক্তি দুইই প্রদান করেন। একমাত্র তিনিই চতুর্বর্গ প্রদান করেন: ধর্ম অর্থ কাম মোক্ষ। কলিযুগে কালী ভিন্ন অপর উপাস্য নেই: কলৌ কালী কলৌ কালী নান্যদেবঃ কলৌ যুগে। কালী বঙ্গেশ্বরী, কালিকা বঙ্গদেশে চ। তাই মা কালী ভিন্ন বাঙালির অপর কোনও উপাস্য নেই।
তাই, কালীনাম আশ্রয় করুন।
কালীনাম কালীনাম কালীনাম কেবলম্।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা কালী। জয় জয় মা।
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সাত এপ্রিল দুহাজার তেইশ