
এই বঙ্গাব্দ তন্ত্রাশ্রয়ী। এই বৈশাখী নববর্ষ আবহমান তন্ত্র ও মাতৃধর্মের শেকড়। এই আমাদের ধর্ম: যা ধারণ করে, সমৃদ্ধ করে। পয়লা বৈশাখ তাই হালখাতা: মহালক্ষ্মীলাভের দিন। আত্মবিস্মৃত ছিন্নমূল বিভ্রান্ত বাঙালি শেকড় চিনুক। শুভ নববর্ষ ১৪৩০।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পনেরো এপ্রিল দুহাজার তেইশ