
বিসর্জন হয়ে গেল সহজ বাসন্তী দুর্গোৎসবের। বিসর্জন অর্থ হল বিশেষভাবে সৃজন।
এবং মার বিসর্জন হয় আমাদের নিজেদের হৃদয়ে, এই হল তন্ত্রোক্ত বিধি।
বাসন্তী পুজোর দশমী তিথিতে বিসর্জন অন্তে শূন্য সহজ দুর্গামণ্ডপ। এই শূন্যতাও তাঁরই বিভূতি। মা মণ্ডপ থেকে আমাদের হৃদয়ে বিসর্জিত হয়েছেন। এখন থেকে যেখানে মাতৃভক্ত অবস্থান করবেন, সর্বত্র মায়ের অধিষ্ঠান হবে।
তবে এই বাসন্তী দুর্গাপুজোর দশমীতে বিজয়া হয় না শারদীয়া পুজোর মত।
খড়্গের উপরে যে ফুলের পাপড়ি দেখা যাচ্ছে, তা মায়ের আশিস হিসেবে রেখে দেব, ওটি মায়ের মূর্তিমণ্ডল থেকে স্খলিত হয়েছিল, বিসর্জনকালে মঙ্গলঘটে মায়ের প্রতিবিম্ব দেখার সময়।
জয় মা দুর্গা। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, একত্রিশ মার্চ দুহাজার তেইশ