
বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমী তিথির অঞ্জলি সমাপন্ন।
পুষ্পাঞ্জলি গ্রহণ করতে আজ সহজ দুর্গামণ্ডপে মায়ের খড়্গও অধিষ্ঠিত, কারণ এই মহাষ্টমী তিথি বীরাষ্টমী নামেও খ্যাত, এইদিন শস্ত্র পুজোর প্রাচীন প্রথা। আমার এই ছোট্ট খড়্গ, তাঁর নাম পন্থদাশ। এই নামে গৌড়সম্রাট বল্লালসেনের একজন সেনাপতি ছিলেন।
সহজ দুর্গামণ্ডপে আজ মা কালী এবং দানবদলনী চণ্ডীর ষড় মূর্তি অধিষ্ঠিত (তিন চণ্ডী এবং তিন কালী) মাতৃমণ্ডলের দুই দিকে, কারণ আজ বীরাষ্টমী তিথিতে বলিপ্রিয়া মাতৃকাগণের আবির্ভাব ঘটে। আজ মহাষ্টমী অন্তে সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণে বলি গ্রহণ করবেন মা চামুণ্ডা কালী স্বয়ং।
মহাষ্টমী তিথি সমাপ্ত হবে আজ বুধবার রাত দশটা সতেরো (মতান্তরে দশটা উনিশে)। মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণে মায়ের উদ্দেশ্যে বলি প্রদান হবে, সন্ধিক্ষণে হয় বলেই সন্ধিপুজো। দুর্গোৎসবের কেন্দ্রস্থলে আছে বলিপ্রিয়া মায়ের এই সন্ধিপুজো এবং বলিদান। আমরা সাগ্রহে প্রতীক্ষায় আছি।
প্রসঙ্গত, বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে আলাদা করে একদিনের অন্নপূর্ণা পুজো হয় বাংলার অনেক জায়গায়। বসন্তে ধরণী শস্যশ্যামলা হন, পরিপূর্ণা হন, সেজন্যই অন্নপূর্ণা পুজোর প্রথা।
জয় জয় জয় মা দুর্গা। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ঊনত্রিশ মার্চ দুহাজার তেইশ