
কালীযন্ত্র।
যন্ত্র খুবই প্রাচীন কাল থেকে তান্ত্রিক সাধনার অবিচ্ছেদ্য অংশ। যন্ত্র একরকমের ডায়াগ্রাম বা রেখচিত্র, যার মাধ্যমে উপাস্য মাতৃকার আবাহন করা হয়। তন্ত্রে সমগ্র বিশ্বচরাচর পরস্পর সম্পর্কিত, এবং যন্ত্রে দেখা যায়, জ্যামিতিক সম্পর্কে বিভিন্ন প্রকার শক্তিক্ষেত্র পরস্পরের সঙ্গে একটা সার্কিট তৈরি করে। মা কালীর উপাসনা প্রাচীন কাল থেকেই কালীযন্ত্রে হয়। হরপ্পা সভ্যতার তন্ত্রধর্মে নানারকম proto যন্ত্র প্ৰচলিত থাকার প্রমাণ পাওয়া গেছে। তন্ত্রে বিভিন্ন রকমের যন্ত্র আছে, সবথেকে বিখ্যাত যন্ত্র নিঃসন্দেহে কালীযন্ত্র। এটি জগদকারণ প্রকৃতির দ্যোতনা বহন করে। প্রকৃতির বিভিন্ন উপাদান দিয়ে বিশ্বজগৎ তৈরি, এবং সেভাবেই যন্ত্র একটি বহুমুখী কাঠামো, এখানে বিভিন্ন রকমের রেখা এবং নানা জ্যামিতিক প্যাটার্ন যেমন কেন্দ্রের ত্রিভুজ, পদ্ম আকৃতির আবরণ, বৃত্ত, বিভিন্ন ভুজ এবং আয়তাকার বহির্দেশ – সব মিলে যন্ত্র এক দৃশ্যসুষমা রচনা করে, জগতের বৈচিত্র্য এবং জগন্মাতার মধ্যে জগতের ঐক্য সূচনা করে। কবিতায় যেমন ছন্দ, যন্ত্রে তেমনই বিভিন্ন রেখার সাযুজ্য। ঐশ্বরিক ও গূঢ় কাব্যময় জ্যামিতি হল এই যন্ত্র, এতে মন্ত্রের শক্তি ধরা আছে।
জগন্মাতা তাঁর বিভিন্ন আবরণ দেবতা কর্তৃক পরিবেষ্টিত হয়ে থাকেন যন্ত্রে। সাধনার বিভিন্ন স্তরেরও প্রতীক এই যন্ত্র, অনেক ধাপ পেরিয়ে তবে আমরা আমাদের কৈবল্যদায়িনী মায়ের চরণে স্থান পাই।
আবার তন্ত্রের এই যন্ত্র প্রাচীন কাল থেকেই একটি মহাজাতির মহাসাম্রাজ্যের মানচিত্র সূচনা করে, যেখানে কেন্দ্রে আছেন মাতৃকা, কারণ তিনিই রাষ্ট্রী। পশ্চিমের কিছু গবেষক যন্ত্রকে মহারাজকীয় তত্ত্বের সঙ্গে সংযুক্ত করেছেন যেখানে বিভিন্ন আবরণ দেবতা, আবরণ রেখা এই তন্ত্রসাম্রাজ্যের বিভিন্ন স্তম্ভ, যুবরাজ উপরাজদের চিহ্নিত করে এবং কেন্দ্রে থাকেন সম্রাট। তন্ত্রের অভিষেক সহ আরও অনেক তত্ত্ব সাক্ষ্য দেয় যে তন্ত্র চিরকালই রাজনৈতিক ক্ষমতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল।
আবার সমৃদ্ধি এবং বাণিজ্যিক চলাচলের সঙ্গেও যন্ত্র সম্পৃক্ত। শ্রীযন্ত্র আজও বণিকদের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ। যন্ত্র এক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের এবং বাণিজ্যিক আদান প্রদানের নেটওয়ার্ক।
যন্ত্র আসলে যোনিমণ্ডল, এ শব্দটি মাতৃচিহ্ন বহন করে। জগৎপ্রসবিনী মায়ের প্রতীক, অব্যক্ত বিশ্বযোনির ব্যক্ত রেখচিত্র হল যন্ত্র। বৃহৎ তন্ত্রসারে আগমবাগীশ কালীযন্ত্রের যেমন বর্ণনা করেছেন, তার মূলানুগ ছবি রইল।
মায়ের যন্ত্র এক মহাশক্তিক্ষেত্র যা দর্শন করে আমরা সবাই ধন্য হই। জয় মা কালী।
© কালীক্ষেত্র আন্দোলন
কালীক্ষেত্র আন্দোলন ফেসবুক পেজে প্রকাশিত, উনিশ মার্চ দুহাজার তেইশ