
মা তারা তারণ করেন অষ্টমহাভয় থেকে।
তারা নাম উচ্চারণে মায়ের সন্তানের অষ্ট মহাভয় নিবারণ ঘটে। সপ্তম শতকের একটি তন্ত্রগ্রন্থে এই মহাভয়গুলির তালিকা দেওয়া হয়েছে যা থেকে মা তারা রক্ষা করেন:
১. নৌকোডুবি ২. অগ্নিকাণ্ড ৩. মত্তহস্তী ৪. দস্যু ৫. উদ্যত সিংহ ৬. সরীসৃপ ৭. কারাবাস ৮. রাক্ষস
এ তালিকা প্রতীকী কাজেই এখনও প্রাসঙ্গিক। যেমন মত্তহস্তী অনায়াসে পথ দুর্ঘটনা হতে পারে। রাক্ষস হতেই পারে কোনও অত্যাচারী শাসকদল।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের আশিস সন্তানদের চিরকাল রক্ষা করুক। জয় মা তারা। জয় জয় মা।
পালযুগে নবম শতকের সিংহবাহিনী তারা মূর্তি। বর্তমান অবস্থান ব্রুকলিন মিউজিয়াম।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সতেরো মার্চ দুহাজার তেইশ