
তারা কালী অভিন্নতা।
শক্তিসঙ্গমতন্ত্র বলেছে, কালী এবং তারা অভিন্ন। তারারহস্য বলেছে যে মা কালী যখন তারণ করেন, রক্ষা করেন তখন তারা নামেই কালীনাম ঘোষিত হয় – অর্থাৎ মা কালীই বিশেষ রক্ষাকর্ত্রী ভূমিকায় মা তারা রূপে বিরাজ করেন।
অবশ্যই মা তারা এবং মা কালীর মূর্তিকল্প পৃথক, দুজনের ইতিহাস পৃথক, দুজনের উপাসনা পদ্ধতিও আলাদা। কিন্তু মা তারা সহ সকল মহাবিদ্যাই মা কালীর ভিন্ন ভিন্ন প্রকাশ তাতে সন্দেহ নেই। মা কালী এক মহাসমুদ্র, আমরা সেই অনন্ত মহাসমুদ্রের এক এক তরঙ্গরাশিতে গিয়ে এক এক নামে তাঁর জয়গান করি।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা তারা। জয় মা কালী। জয় জয় মা।
মায়ের ছবি ড্রিমসটাইম থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সতেরো মার্চ দুহাজার তেইশ