শ্যামাকালী – তমাল দাশগুপ্ত

শ্যামাকালী।

ইনি মা কালীর অন্যতম জনপ্রিয় রূপ যেখানে মা কৃষ্ণাঙ্গী নন, শ্যামাঙ্গী। শ্যামাকালী সাধারণত নীল বর্ণের হন। এঁর বর্ণ ঘন নীল কাজলের মত (নীলাঞ্জনচয়প্রখ্যা- বামন পুরাণে মা কালীর বর্ণনা)। আজ আমরা মা শ্যামার তাৎপর্য সম্পর্কে জানব।

★ শ্যামাকালীর মধ্যে অন্তর্লীন আছেন একদা জনপ্রিয় দেবী নীলা। ইনি মহাবিদ্যাদের কয়েকটি তালিকায় অন্তর্ভুক্ত আছেন।

নীলা, নীলাবতী, নীলচণ্ডী, নীলতারা, নীলসরস্বতী – ইনি নানারূপে পূজিত হতেন।

★ মা কালীর বর্ণ সাধারণত কালো। তিনি রাত্রি, তাই কালো। কিন্তু নীলও রাত্রির রঙ।

★ আগুন এবং মা কালী অভিন্ন। মা কালীর জিহ্বা আগুনের শিখার সঙ্গে তুলনায়িত হয় প্রাচীন কাল থেকেই। আগুনের শিখায় একটি নীল আভা থাকে, আগুনের রঙ নীল। প্রদীপশিখার একটি অর্থ কৈবল্য বা নির্বাণ। মা কালী এজন্যও নীল। ভদ্রকালীকে আগুনের সু-উচ্চ শিখার মত নীল বলা হয়েছে।

★ কূর্ম পুরাণে মহাদেবী (যাঁরা পুরাণ পড়েছেন, তাঁরা জানবেন যে আদিতে পার্বতী ছিলেন কালী, পরে গৌরী। এই মহাদেবী পার্বতী কালীর কথা হচ্ছে) যখন বিশ্বরূপ সম্বরণ করেন, মানবীর দেহ ধারণ করেন, তখন তিনি নীলোৎপলবর্ণা। তাঁকে নীল পদ্মের মত দেখতে।

নীলোৎপলদলপ্রখ্যং নীলোৎপলসুগন্ধি চ
দ্বিনেত্রং দ্বিভুজং সৌম্যং নীলালকবিভূষিতম্।

কালিকাপুরাণেও পার্বতী কালীকে নীল পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে: “নীলোৎপলদলশ্যামাং”।

★ দেবী নীলতারা বা নীলসরস্বতীর গুরুত্ব তন্ত্রে অসীম। এঁর নীলবর্ণের নানা তান্ত্রিক দ্যোতনা, গূঢ় তাৎপর্য আছে। নীলতারার একটি রূপ একজটা, আরেকটি মহাচীনতারা। আজকে মা শ্যামাকালীর মধ্যে এঁরা বিদ্যমান।

সবশেষে একটি ধাঁধা। একদা তুমুল জনপ্রিয় নীলাবতী পরবর্তী যুগে কেন হারিয়ে গেলেন?

নীলা, নীলচণ্ডী, নীলসরস্বতী, নীলতারা – এঁরা স্বতন্ত্র অস্তিত্বে আজকে তুলনায় কেন অপ্রচলিত বলুন তো? নীলা একদা অসম্ভব জনপ্রিয় ছিলেন। কিন্তু শশাঙ্কযুগে দেবী নীলা এবং শিবের বিবাহ উৎসবের পরিকল্পনা হয়। বাংলা নববর্ষের উৎসব সেই থেকে শুরু। সে তো ভালো কথা, কিন্তু শিবের মধ্যে দেবী নীলার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে গেল। আজকে বাংলায় নীল সরস্বতীর মন্দির কটি আছে কে জানে। একটি আছে হুগলির হরিপালে, এবছর সরস্বতী পুজোর দিন মাকে দর্শন করে এসেছিলাম।

আরও অনেক আগে একানংশা এইভাবে হারিয়ে গেছিলেন। তিনি অবশ্য স্ত্রী নন, ভগ্নী (বাসুদেব ভগ্নী) রূপে কল্পিত হয়েছিলেন। আগে লিখেছি মা একানংশা কালী সম্পর্কে। ইনিও কৃষ্ণের প্রবল জনপ্রিয়তার মধ্যে হারিয়ে গেছেন, অথচ শুরুতে এই একানংশা অনেক বেশি জনপ্রিয় ছিলেন, চন্দ্রকেতুগড় গঙ্গারিডাই সভ্যতায় তাঁর অনেক মূর্তি পাওয়া গেছে।

© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta

জয় মা কালী। জয় মা শ্যামাকালী। জয় জয় মা।

মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, চোদ্দ মার্চ দুহাজার তেইশ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s