
কলৌ শীঘ্র ফলপ্রদা।
আমরা জানি, মা কালী ছাড়া কলিকালে অপর কোনও দেবতা নেই (কলৌ কালী কলৌ কালী নান্যদেবঃ কলৌ যুগে) এবং কলিকালে একমাত্র মা কালীর সাধনায় সুফল অর্জিত হয় (কালিকা মোক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা)। মা কালীর পাদস্পর্শে শবও শিবে পরিণত হয়েছে। কালীসাধনায় সর্বোচ্চ সুফল পাওয়া যায়, কিন্তু সেগুলি কি কি? কালীসাধক যে সুফল পান, তার একটি তালিকা দেওয়া আছে কালিকাতন্ত্রে, সেটি আজ আমরা জানব।
কালীসাধকের মুখে সরস্বতী এবং গৃহে লক্ষ্মী অধিষ্ঠান করেন এবং দেহে সকল তীর্থ বিরাজ করে। কালীসাধক ধনে কুবের, তেজে সূর্য এবং বলে পবন; সঙ্গীতে গন্ধর্ব, দানে কর্ণ এবং জ্ঞানে দত্তাত্রেয়; শত্রুনাশে বহ্নি, মলিনতা নাশে গঙ্গা, এবং পবিত্রতায় অগ্নি তুল্য হন। কালীসাধক চন্দ্রের মত সুখদায়ক, কালের মত দুর্বার, সমুদ্রের মত গম্ভীর, বজ্রের মত দুর্ধর্ষ, বৃহস্পতির মত বাগ্মী, পৃথিবীর মত সহিষ্ণু এবং কন্দর্পের মত সুদেহী হয়ে থাকেন।
স্পষ্টই বোঝা যায় যে কালীসাধনায় মাতৃসাধক চতুর্বর্গ ফল লাভ করেন: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের আশীর্বাদে মায়ের সন্তানদের জয় হোক। জয় মা কালী। জয় জয় মা।
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পনেরো মার্চ দুহাজার তেইশ