
আড়াই হাজার থেকে দুই হাজার বছর আগেকার চন্দ্রকেতুগড় গঙ্গাল সভ্যতায় আজকের দুর্গাপুজোর মত চার সন্তানসহ জগন্মাতার উপাসনা প্ৰচলিত থাকার প্রচুর প্রত্ন প্রমাণ পাওয়া গেছে।
এই মায়ের মাথার পেছনে চুলের খোঁপায় দশটি কাঁটা ছিল দশটি ক্ষুদ্র আয়ুধ। আজকেও দুর্গা দশপ্রহরণধারিণী হন।
এই মায়ের পুজোয় একদম আজকের পুজোর মতোই ঢাক বাজত এবং ছাগবলি হত, সেরকম প্রত্ন ফলক পাওয়া গেছে।
বাঙালি জাতির সংজ্ঞায়ন হয় এই মাতৃকা উপাসনায়। চন্দ্রকেতুগড় থেকে অনেক মাতৃ মূর্তি পাওয়া গেছে, এবং এঁদের মূর্তির সংখ্যা দেখলে বোঝা যায় যে মাতৃকা উপাসনা খুবই জনপ্রিয় ছিল।
এই জনপ্রিয় মাতৃমূর্তিগুলিকে বিদেশের প্রায় সব মিউজিয়ামই দেবী বা গডেস আখ্যা দিয়েছে। কিন্তু ভারতে বিশ্ববিদ্যালয়গুলির ইতিহাস বিভাগের এক শ্ৰেণীর কায়েমী স্বার্থান্বেষী এই মাতৃমূর্তিগুলিকে অপ্সরা বা যক্ষী বলে চালানোর অপপ্রয়াস করেন।
প্রসঙ্গত এরকম দশায়ুধা মূর্তি উত্তরবঙ্গে বাণগড়, দক্ষিণবঙ্গে তমলুক, মধ্যবঙ্গে মঙ্গলকোট প্রভৃতি নানা স্থানে পাওয়া গেছে।
আজকে আমাদের মধ্যে যত দেবী পূজিত হন প্রায় সকলেই চন্দ্রকেতুগড়ের গঙ্গারিডাই সভ্যতায় উপস্থিত ছিলেন। আপনারা আগ্রহী হলে এই পেজের মাধ্যমে আমরা তাঁদের সম্পর্কে আরও তথ্য এবং ছবি দেব। জয় জয় মা।
© কালীক্ষেত্র আন্দোলন
জয় মা….
© কালীক্ষেত্র আন্দোলন
আমাদের পেজটি লাইক করুন, পেজের নাম কালীক্ষেত্র আন্দোলন। পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=100088854411804&mibextid=ZbWKwL
নিয়মিত আপডেট পেতে আমাদের গ্রূপে সংযুক্ত হন, গ্রূপের নাম জয় মা কালী আন্দোলন- কালীক্ষেত্র চিরন্তন। গ্রূপের লিংক: https://www.facebook.com/groups/1208680915856872/?ref=share&mibextid=NSMWBT
আমাদের ওয়েবসাইট হল রিক্লেম কালীক্ষেত্র, ওয়েবসাইট লিংক https://reclaimkalikhetro.data.blog/
ইনস্টাগ্রাম https://instagram.com/kalikhetro?igshid=YmMyMTA2M2Y=
টুইটার
https://twitter.com/kaliksetra?t=I1p4w6-fMfEnvjA-ExJ_-w&s=09
কালীক্ষেত্র আন্দোলন পেজে প্রকাশিত, পঁচিশ ফেব্রুয়ারি দুহাজার তেইশ