
কালীতন্ত্র, স্বতন্ত্রতন্ত্র, সিদ্ধেশ্বরতন্ত্র, চামুণ্ডাতন্ত্র এবং বিশ্বসারতন্ত্র – এই পাঁচটি গ্রন্থ থেকে মা কালীর পাঁচটি ভিন্ন ভিন্ন ধ্যানমন্ত্র উদ্ধৃত করেছেন আগমবাগীশ তাঁর বৃহৎ তন্ত্রসারে। সব ধ্যানমন্ত্র সম্পর্কেই আগে লিখেছি। তবে এর মধ্যে সবথেকে বিখ্যাত এবং জনপ্রিয় হল সিদ্ধেশ্বরতন্ত্রের ধ্যানমন্ত্র।
শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাম্।
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্তৃকাকরাম্।।
মুক্তকেশীং ললজ্জিহ্বাং পিবন্তীং রুধিরং মুহুঃ।
চতুর্বাহুযুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।
মা কালী শববাহনা। তিনি মহা ভীমা অর্থাৎ অতি ভয়ঙ্কর আকৃতির। তিনি ঘোর দন্তবিশিষ্টা। তিনি বরদান করেন। মা হাস্যবদনযুক্তা, ত্রিনয়না। তাঁর হাতে নরকপাল এবং কর্ত্রি। মা মুক্তকেশী এবং তাঁর জিহ্বা প্রসারিত। তিনি ঘন ঘন রুধির পান করেন। তাঁর চার বাহু, তিনি বরাভয় প্রদান করেন, তাঁর এরকম মূর্তি ধ্যান করি।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা কালী। জয় জয় মা।
মায়ের ছবি ইন্টারনেট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দশ মার্চ দুহাজার তেইশ