
মা উগ্রতারার ধ্যানমন্ত্র।
তন্ত্রসারে উগ্রতারা ধ্যানমন্ত্র দেওয়া হয়েছে।
প্রত্যালীঢ় পদাঙঘ্র শবহৃদ্ ঘোরাট্টহাসাপরা
খড়্গেন্দীবরকর্তৃখর্পরভুজা হুঙ্কারবীজোদ্ভবা
খর্বা বিশাল পিঙ্গল জটাজুটোগ্রনাগৈর্যুতা
জাড্যং ন্যস্য কপালকে ত্রিজগতাং হন্ত্যুগ্ৰতারা স্বয়ং।
বাংলায় অর্থ: যিনি শবের হৃদয়ে দক্ষিণপদ স্থাপন করে (ব্যাখ্যা: দক্ষিণপদ হাঁটু থেকে বক্র হয়ে শবের উপর স্থাপিত, প্রত্যালীঢ়ভঙ্গিতে ডান পা হাঁটু থেকে বঙ্কিম থাকে এবং বাম পা সোজাভাবে প্রসারিত থাকে) ঘোর অট্টহাস্য করছেন। যাঁর ওপরের দুই হাতে খড়্গ এবং নীলপদ্ম। যাঁর নিচের দুই হাতে কর্তৃ এবং খর্পর। যিনি হুঙ্কার বীজের উপরে আবির্ভূত হয়েছেন। খর্বদেহী যিনি বিশাল পিঙ্গলবর্ণের জটাজুট ধারণ করেন মস্তকোপরি এবং যিনি উগ্রনাস বিশিষ্ট। যিনি নীলবর্ণ। সেই উগ্রতারা ত্রিজগতের জড়তা বিনাশ করেন।
জয় মা তারা। জয় জয় তারা। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তারাপীঠের মা তারার ছবি পিন্টারেস্ট থেকে।
জয় মা তারা নাকি বাংলা ভাষায় ফেসবুকের সবথেকে বেশি লিখিত বাক্য, কোথাও পড়েছিলাম। সত্যি কি না জানি না। সত্যি হলে বেশ ভালোই হয়। আসুন, সবাই জয় মা তারা লিখে যান কমেন্টে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তেইশ ফেব্রুয়ারি দুহাজার তেইশ