
“মুক্তকেশী মেঘবরণা দন্তুরা।
শবারূঢ়া করকাঞ্চী শবকর্ণপূরা।।
গলিত রুধিরধারা মুণ্ডমালা গলে।
গলিত রুধির মুণ্ড বাম করতলে।।
আর বাম করেতে কৃপাণ খরসান।
দুই ভুজে দক্ষিণে অভয় বরদান।।
লোলজিহ্বা রক্তধারা মুখের দুপাশে।
ত্রিনয়ন অর্ধচন্দ্র ললাটবিলাসে।।”
—রায়গুণাকর ভারতচন্দ্র রচিত মা কালীর মূর্তিবর্ণনা: অন্নদামঙ্গল।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি ইন্টারনেট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তেরো ফেব্রুয়ারি দুহাজার তেইশ