
ভদ্রকালী তত্ত্বে দুর্গা কালী অভিন্নতা পাই। আমরা জানি দুর্গার প্রণাম মন্ত্রে কালী ভদ্রকালী কপালিনী পূজিত হন: জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
★ মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে দুর্গা ও ভদ্রকালী অভিন্নতা ঘোষিত হয়েছে, মহিষাসুর বধের পর দেবী যখন পুনরাবির্ভাবের প্রতিশ্রুতি দিয়ে অন্তর্হিত হলেন, তখন তাঁকে ভদ্রকালী বলে সম্বোধিত করা হয়েছে।
★ কাশীতে ভদ্রকালী দর্শন করলে জীবনে অভদ্র-অমঙ্গল আর কিছু ঘটে না, এরকম বলা হয়েছে স্কন্দ পুরাণে। এটি লক্ষ্য করার মত যে কাশী সাধারণত অন্নপূর্ণা বা বিশ্বেশ্বরীর স্থান, তিনিই অধিষ্ঠাত্রী স্থানেশ্বরী। ভদ্রকালীর সঙ্গে অতএব তাঁরও অভিন্নতার ইঙ্গিত আছে।
★ মনুসংহিতা গ্রন্থেও ভদ্রকালী পূজার বিধান দেখা যায়।
★ কালিকা পুরাণে ভদ্রকালী ও দুর্গার অভিন্নতা ঘোষিত। দেবী মহিষাসুরমর্দিনীর একটি নির্দিষ্ট মূর্তিরূপ হলেন ভদ্রকালী। তিনটি সৃষ্টিকল্পে তিনবার মহিষাসুরবধ করেছিলেন মা দুর্গা, কালিকা পুরাণ অনুযায়ী। এর মধ্যে প্রথম সৃষ্টিতে তিনি ভদ্রকালী রূপে অসুর বধ করেন।
★ দেবী পুরাণে দুর্গার অন্যতম নাম ভদ্রকালী। সকল কালে তিনি ভদ্র অর্থাৎ মঙ্গল করেন, এজন্য ভদ্রকালী নাম – এই ব্যাখ্যা দেওয়া হয়েছে দেবী পুরাণে।
★ ভদ্রকালীর ষোড়শভুজা মূর্তি বর্ণিত হয়েছে কালিকা পুরাণে। তাঁর বর্ণ অতসী পুষ্পের মত। মাথায় জটাজুট এবং গলায় নাগহার ও স্বর্ণহার। দেবী সিংহবাহিনী, মহিষাসুরকে শূলবিদ্ধ করছেন। দেবীর ডানদিকের আটটি হাতে শূল, চক্র, খড়্গ, শঙ্খ, বাণ, শক্তি, বজ্র, দণ্ড আছে। বামদিকের আটটি হাতে আছে খেটক, ঢাল, ধনু, পাশ, অঙ্কুশ, ঘন্টা, পরশু এবং মুষল।
★ তবে তন্ত্রসারে ভদ্রকালীর অন্য ধ্যানমূর্তি, সেখানে তাঁর মূর্তি গুহ্যকালীর মত। সারদা তিলকে এবং প্রপঞ্চসার তন্ত্রে ভদ্রকালী ধ্যানমূর্তি মা কালীর মতই।
ভদ্রকালী এভাবে দুর্গা ও কালীর অভিন্নতা প্রকাশ করেন।
জয় মা ভদ্রকালী। জয় জয় মা।
© কালীক্ষেত্র আন্দোলন
মায়ের ছবি ইন্টারনেট থেকে।
জয় মা….
আমাদের পেজটি লাইক করুন, পেজের নাম কালীক্ষেত্র আন্দোলন। পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=100088854411804&mibextid=ZbWKwL
নিয়মিত আপডেট পেতে আমাদের গ্রূপে সংযুক্ত হন, গ্রূপের নাম জয় মা কালী আন্দোলন- কালীক্ষেত্র চিরন্তন। গ্রূপের লিংক: https://www.facebook.com/groups/1208680915856872/?ref=share&mibextid=NSMWBT
আমাদের ওয়েবসাইট হল রিক্লেম কালীক্ষেত্র, ওয়েবসাইট লিংক https://reclaimkalikhetro.data.blog/
ইনস্টাগ্রাম https://instagram.com/kalikhetro?igshid=YmMyMTA2M2Y=
টুইটার
https://twitter.com/kaliksetra?t=I1p4w6-fMfEnvjA-ExJ_-w&s=09
কালীক্ষেত্র আন্দোলন পেজের পোস্ট, এগারো ফেব্রুয়ারি দুহাজার তেইশ