
সরস্বতী পুজোয় জোড়া ইলিশ রান্নার প্রথা আছে পূর্ববঙ্গীয়দের মধ্যে। সম্ভবত এর পেছনে একজন বিস্মৃত আদি মাতৃকা আছেন, চন্দ্রকেতুগড় গঙ্গাল সভ্যতায় তার মূর্তিফলক পাওয়া গেছে। এই দেবীর হাতে জোড়া মাছ, এঁর মাথার পেছনে দশটি ধানের শীর্ষ। সময়কাল আনুমানিক তেইশ শো বছর পুরোনো।
যখন কোথাও আর অন্য কোনও দেবতা ছিলেন না, শিব ছিলেন না, বিষ্ণু ছিলেন না, যখন পৌরাণিক ত্রিদেব ছিলেন না, আর হ্যাঁ, যখন রাম আর আল্লার বাংলায় আসতে ঢের, ঢের দেরি, তখনও হরপ্পা সভ্যতা থেকে পাণ্ডু রাজার ঢিবি থেকে চন্দ্রকেতুগড়ের আদিমাতারা ছিলেন। তাঁদের ধ্যানমন্ত্র নষ্ট করে দেওয়া হয়েছে, তাঁদের ইতিহাস বিলুপ্ত। তাঁদের তন্ত্রাশ্রয়ী উপাসনা পদ্ধতি খুঁজে বের করা আজ নষ্টকোষ্ঠী পুনরুদ্ধার করার মত কঠিন। কিন্তু মায়ের নাম নিয়ে এই কাজে অগ্রসর হতেই হবে। কালীক্ষেত্র আন্দোলন মা কালীর নামে জয়ধ্বনি করে তাঁদের সকলকে পুনসংস্থাপিত করবে বাঙালির হৃদয় মাঝে।
জয় মা কালী। জয় জয় মা!
© কালীক্ষেত্র আন্দোলন
এই মাতৃ মূর্তিটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা মিউজিয়াম অভ আর্টে আছেন। মিউজিয়াম কর্তৃপক্ষ এঁকে সমৃদ্ধির দেবী বলেছেন। অবশ্যই বসন্ত পঞ্চমীর আরেক নাম শ্রীপঞ্চমী, কাজেই এদিন শ্রী বা সমৃদ্ধিদেবীর উপাসনারও প্রথা ছিল।
আমাদের পেজটি লাইক করুন, পেজের নাম কালীক্ষেত্র আন্দোলন। পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=100088854411804&mibextid=ZbWKwL
নিয়মিত আপডেট পেতে আমাদের গ্রূপে সংযুক্ত হন, গ্রূপের নাম জয় মা কালী আন্দোলন- কালীক্ষেত্র চিরন্তন। গ্রূপের লিংক: https://www.facebook.com/groups/1208680915856872/?ref=share&mibextid=NSMWBT
আমাদের ওয়েবসাইট হল রিক্লেম কালীক্ষেত্র, ওয়েবসাইট লিংক https://reclaimkalikhetro.data.blog/
ইনস্টাগ্রাম https://instagram.com/kalikhetro?igshid=YmMyMTA2M2Y=
টুইটার
https://twitter.com/kaliksetra?t=I1p4w6-fMfEnvjA-ExJ_-w&s=09
কালীক্ষেত্র আন্দোলন পেজের পোস্ট, এক ফেব্রুয়ারি দুহাজার তেইশ