লাইভ https://fb.watch/izHadCQO42/

এ আমারই নষ্ট শেকড়, এ আমারই প্রত্নকণা। তেলকুপি।বাইশটি মন্দির ছিল, প্রায় সবই পূর্ণ নিমজ্জিত, দুয়েকটি মাথা তুলে আজও। মায়ের মন্দির ছিল বেশিরভাগই, আগে লিখেছি সেই নিয়ে। তীর্থযাত্রার আনন্দ, সেই সঙ্গে বিষাদ। কেউ প্রতিবাদ করেছেন? যখন আমাদের এই সর্ববৃহৎ প্রত্নক্ষেত্র ডুবিয়ে দিয়ে আমাদের আত্মবিস্মৃতির অন্ধকারে শেকড়বিচ্ছিন্নতার অকুল পাথারে ছেড়ে দেওয়া হচ্ছিল, উদ্বাস্তু করে দেওয়া হচ্ছিল?
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, চব্বিশ জানুয়ারি দুহাজার তেইশ