কালী শববাহনা – তমাল দাশগুপ্ত

কালী শববাহনা।

মায়ের পদতলে শব। এই শবটিই মায়ের বাহন। মায়ের পাদস্পর্শে শবটি শিবত্ব পেয়েছে বলা হয়।

বাদবাকি দেবদেবীর নানারকমের বাহন থাকলেও মা কালীর বাহন হল শব।

এই শব জড়তার প্রতীক, যা মা পদতলে দলন করেন।

শবসাধনারও প্রতীক এই শব। জড়ত্ব থেকে জীবনে উন্নীত হওয়ার প্রতীক, শব থেকে শিবত্বে রূপান্তরিত হওয়ার প্রতীক মা কালীর পায়ের তলায় থাকা শব।

এই শব এক ঐতিহাসিক তাৎপর্য বহন করে। পালযুগে একাধিক তান্ত্রিক দেবদেবীর পদতলে শব দেখা যেত।তন্ত্রধর্মের শত্রুদের দলন করার বার্তা মিশে আছে।

মা কালীর মূর্তিমণ্ডলে শবের উপস্থিতি তন্ত্রের অদ্বয়বাদের পরিচায়ক। জীব ও জড়, বস্তু ও ভাব, চেতনা এবং অচেতন, পবিত্র এবং অপবিত্র – এদের পার্থক্য অস্বীকার করা হয় এই শবের মাধ্যমে। সমগ্র বিশ্বচরাচর প্রকৃতির অংশ, তন্ত্রের এই বার্তা কালীর পদতলে শবশিবের মাধ্যমে পরিস্ফুট।

এই শববাহন বাকি সমস্ত দেবদেবীর সমস্ত বাহন থেকে পৃথক। বাকিদের বাহনরা জঙ্গম, মায়ের বাহন স্থাণু। বাকি সকলে তাদের গমনাগমনের জন্য বাহননির্ভর, কিন্তু মা কালী জগৎময় বিচরণ করেন স্বয়ং নিজ পদক্ষেপে। এজন্য কালী একমাত্র উপাস্য। বাকিরা তাঁর শক্তির সামান্য ছায়া মাত্র।

মায়ের পায়ের তলায় এই শবটি কলিযুগের প্রতীক। কলিযুগকে মা কালী এভাবেই শাসনে রাখেন। এজন্যই বলা হয় কলিযুগে কালী ভিন্ন অপর উপাস্য নেই।

শববাহিনী মা কালীর জয় হোক। জয় মা কালী।

মায়ের এই মৃন্ময়ী মূর্তিটি অষ্টাদশ শতকের শেষে কৃষ্ণনগরে তৈরি। বর্তমান অবস্থান ব্রিটিশ মিউজিয়াম।

© কালীক্ষেত্র আন্দোলন

জয় মা….

আমাদের পেজটি লাইক করুন, পেজের নাম কালীক্ষেত্র আন্দোলন। পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=100088854411804&mibextid=ZbWKwL
নিয়মিত আপডেট পেতে আমাদের গ্রূপে সংযুক্ত হন, গ্রূপের নাম জয় মা কালী আন্দোলন- কালীক্ষেত্র চিরন্তন। গ্রূপের লিংক: https://www.facebook.com/groups/1208680915856872/?ref=share&mibextid=NSMWBT
আমাদের ওয়েবসাইট হল রিক্লেম কালীক্ষেত্র, ওয়েবসাইট লিংক https://reclaimkalikhetro.data.blog/

ইনস্টাগ্রাম https://instagram.com/kalikhetro?igshid=YmMyMTA2M2Y=

টুইটার
https://twitter.com/kaliksetra?t=I1p4w6-fMfEnvjA-ExJ_-w&s=09

কালীক্ষেত্র আন্দোলন পেজের পোস্ট, চার ফেব্রুয়ারি দুহাজার তেইশ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s