
আমাদের সমস্ত ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যার একমাত্র সমাধান মা কালী। সমস্ত সঙ্কট একমাত্র তাঁরই দর্শনে মোচন হয়। জয় মা কালী ধ্বনি দিন, কলিযুগে এবং বাংলার মাটিতে আর কারও জয়ধ্বনি করার দরকার নেই। শাস্ত্র অনুযায়ী কলিযুগেশ্বরী এবং বঙ্গেশ্বরী হলেন মা কালী।
মা কালীর শক্তিতে যে কোনও মহাদুর্যোগ কেটে যায়, কারণ তিনি কালের কলন করেন। তিনি জগদকারণ, তিনিই জগদবিলয়। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়। কালীর নাম নিন, মা কালীর বিগ্রহ সর্বদা দর্শন করুন, মায়ের পায়ে আশ্রয় নিন, এমন পরম নিশ্চিন্তি এবং আশ্বাস আর কিছুতে নেই।
সিঙ্গুরের ডাকাত কালীর অপরূপ মূর্তির এই ছবিটি গতকাল তুলেছি। শক্তিভূমি তন্ত্রভূমি পশ্চিমবঙ্গের বিভিন্ন মাতৃমন্দিরে জগন্মাতার দর্শন করে জীবন সার্থক করছি। পেজের পাঠকরা সঙ্গে থাকুন। যোগাযোগ করতে চাইলে আমার নম্বরে হোয়্যাটস্যাপ করুন 097174 68046
জয় মা কালী। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তেইশ জানুয়ারি দুহাজার তেইশ