
মা কালীর নাম নিন।
যিনি নিত্য মহাবিদ্যারূপে মা কালীর জপ করেন অথবা কালীকে মহাবিদ্যারূপে স্মরণ করেন, তাঁর গৃহে লক্ষ্মী এবং জিহ্বায় সরস্বতী, হৃদয়ে নারায়ণ এবং কণ্ঠে ব্রহ্মা অবস্থান করেন, এবং সম্মুখে স্বয়ং মহাদেবী অবস্থান করেন, শাক্তানন্দ তরঙ্গিণী অনুযায়ী।
যোগিনী হৃদয় তন্ত্রে বলে, এরকম এক লক্ষ কালীনাম জপে এক জন্মের পাপমুক্তি ঘটে।
দুই লক্ষ জপে সাত জন্মের এবং তিন লক্ষ জপে সহস্র জন্মের পাপ খণ্ডন হয়।
চার লক্ষ কালীনাম জপে সাধক বাগীশ্বর হয়।
পাঁচ লক্ষ জপে কুবের সমতুল্য ধনী হওয়া যায়।
ছয় লক্ষ জপে মহাবিদ্যাধর হওয়া যায় এবং সাত লক্ষ জপে খেচরীসিদ্ধি ঘটে।
আট লক্ষ জপে অণিমা প্রভৃতি অষ্ট সিদ্ধি ঘটে।
নয় লক্ষ জপে রুদ্রত্ব প্রাপ্তি ঘটে।
দশ লক্ষ বিদ্যাজপের ফল কি হয়, তা এমনকি শিবও বলতে পারেন না, যোগিনীহৃদয়তন্ত্র জানাচ্ছে।
তাই সর্বদা কালীর নাম নিন। জয় মা কালী। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি টুইটার থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, বারো জানুয়ারি দুহাজার তেইশ