
নমস্কার, তমাল দাশগুপ্ত Tamal Dasgupta পেজের সমস্ত পাঠকদের শুভেচ্ছা জানাই। নতুন পাঠকদের জন্য আজ লেখক পরিচয়। আমার নাম তমাল দাশগুপ্ত। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে অধ্যাপনা করি আজ চোদ্দ বছর হল। আমার শিক্ষাগত পরিচয় হল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম এ। আমি বাঙালির শেকড়ে থাকা তন্ত্রধর্ম নিয়ে এবং মাতৃকা উপাসনা নিয়ে চর্চা করি।
কেউ জিজ্ঞেস করার আগেই বলে দিই, এই ছবিতে আমার হাতের বইটা হল টিবেটান বুক অভ লিভিং অ্যান্ড ডাইং। জীবন ও মরণের তিব্বতী গ্রন্থ। দিল্লির একটা বইয়ের দোকানে কদিন আগে ছবিটা তুলেছেন আমার স্ত্রী ঋতু।
তন্ত্র চর্চা এবং মাতৃ সাধনা করতে গেলে হিন্দু ও বৌদ্ধে ভেদ করবেন না, শাক্ত বৈষ্ণবের ভেদ করবেন না, বাঙালি অবাঙালি ভেদ করবেন না, ঘটি বাঙাল ভেদ করবেন না, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভেদ করবেন না, শহর ও গ্রাম ভেদ করবেন না, পুরুষ নারী ভেদ করবেন না, ব্রাহ্মণ শূদ্র ভেদ করবেন না, ভারতীয় অভারতীয় ভেদ করবেন না। মায়ের ধর্ম তো বিশ্বব্যাপী, কিন্তু তার ভরকেন্দ্র হল এই বাঙালি জাতি। আমাদের এই বাংলা ভূমি হল কালীক্ষেত্র।
মায়ের সন্তান বলে যারাই নিজের পরিচয় দিই, তাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। সবাই সমান। আমাদের মা কে যে সর্বোচ্চ উপাস্য মানে, সেই আপন।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছয় জানুয়ারি দুহাজার তেইশ