
7699750212 নম্বরে একশো টাকা পাঠিয়ে তন্ত্র বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূচনা করুন।
নমস্কার। আমি তমাল দাশগুপ্ত, দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে অধ্যাপনা করি, এবং বাঙালির তন্ত্রাশ্রয়ী মাতৃকা উপাসক শেকড় সম্পর্কে গবেষণা করি। আমি এই পেজে আগে কখনও এমন কোনও পোস্ট দিই নি। কিন্তু পরীক্ষামূলকভাবে আজ দিয়ে দেখছি, কতজন সত্যিই আগ্রহী, বাঙালির শেকড়ে ফেরার জন্য, মাতৃধর্ম এবং তন্ত্রবিদ্যার স্পষ্ট, স্বচ্ছ, ঋজু চর্চার বিশ্ববিদ্যালয় স্থাপনার জন্য।
তন্ত্র নিয়ে এবং জগন্মাতার মাতৃধর্ম নিয়ে বিশ্ব জোড়া আগ্রহ আছে। বিদেশে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে তন্ত্র চর্চা বিভাগ আছে। পিয়ার রিভিউড সারস্বত জার্নাল প্রকাশিত হয়। তন্ত্রবিদ্যার সার্টিফিকেট কোর্স দেওয়া হয়। আমরা ভারতে সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি এতদিন কারণ বিশ্বমানবিক গড্ডালিকা প্রবাহ। কিন্তু বাঙালির শেকড় সম্পর্কে সারস্বত জার্নাল প্রকাশের অভিজ্ঞতা আমাদের আছে, সেমিনার করার অভিজ্ঞতা আমাদের আছে।
আজ যদি আমরা একটি সারস্বত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিই, সর্বাগ্রে জেনে আসতে হবে পশ্চিমে ওঁরা কিভাবে তন্ত্র সংক্রান্ত কোর্সগুলো ডিজাইন করছেন এবং পড়াচ্ছেন। ওঁদের লেখা বইগুলো আমাদের অনেকের কাছেই আছে কিন্তু অনলাইন এবং অফলাইন তন্ত্রচর্চা কোর্স কিভাবে ডিজাইন করছেন ওঁরা পশ্চিমে সেটা জানা দরকার, তাতে করে আমরাও আন্তর্জাতিক মানের কোর্স তৈরি করতে পারব। যেভাবে একসময় মিথিলা থেকে নবদ্বীপে ন্যায়চর্চার জ্ঞানভাণ্ডার বয়ে এনেছিলেন বাঙালি স্কলার, দেখা যাক পশ্চিমের যতটুকু মেথড, যতটা শেখার, ততটা আমরা বাংলায় নিয়ে আসতে পারি কি না। এবং আমরা জগন্মাতার ঋজুপথ তৈরি করব, মাতৃকাদূষণ চিরতরে বন্ধ করব। আদ্যা নিত্যা অব্যক্ত প্রকৃতির ধর্মের ঋজুপথ চাই, কুটিল গুহ্য দুর্বোধ্য কদাচার পরিহার করে স্বচ্ছ স্পষ্ট ঋজুপথের নির্মাণ করতে হবে।
পশ্চিমের একাধিক বিশ্ববিদ্যালয়ে তন্ত্র বিষয়ে কোর্স করানো হয়। অনলাইন কোর্সে জয়েন করতে খুব বেশি খরচ হয় না। তার ফিজ আমি নিজের পকেট থেকেই দিতে পারি। কিন্তু শুধু পশ্চিমীদের কোর্স করা নয়, আমাদের মধ্যে আন্তর্জাতিক মানের কোর্স চালু করা আমাদের লক্ষ্য। একটি বিশ্ববিদ্যালয়ের একা স্থাপনা করার মত বড়লোক আমি নই। ভারতের নিয়মে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনা করতে গেলে অন্তত দশ একর জমি লাগে, এক লাখের ডিমান্ড ড্রাফট জমা দিতে হয়, কোর্স চালানোর ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ বিল্ডিং এবং লাইব্রেরি তৎসহ পুঁজি থাকতে হয়।
না, সরকারের কাছে আবেদন করে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতীক্ষা করে লাভ হবে না বলেই প্রতীতি জন্মেছে এতদিন ধরে পারিপার্শ্বিক দেখে। বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা আন্দোলনের সময়েই দেখেছি। আর শুধু সরকার কেন, সাধারণ মানুষের মধ্যেই বোধ নেই। প্রতিষ্ঠান ছাড়া, শক্তিকেন্দ্র ছাড়া, আন্দোলন ছাড়া সে বোধ আসবে না।
সেজন্য দেখা দরকার, কতজন আগ্রহী বাঙালি আছেন, যাঁরা এই উদ্যোগে সামিল হবেন। যদি সাড়া পাওয়া যায়, এবং এই একশো টাকা অকুণ্ঠ চিত্তে আমার পেজের পাঠকরা পাঠাতে পারেন তাহলে আমরা বাংলা এবং ইংরেজি ভাষায় তন্ত্র গবেষণার সারস্বত প্রতিষ্ঠান, আগামীর তন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে তুলব বাংলার বুকেই। এবং একটি অনলাইন কোর্সের সূচনা এই বছর বাংলা নববর্ষের দিনই করব। কিন্তু একশো টাকা দিতে অন্তত পাঁচশ জন আগ্রহী বাঙালি আছেন কি না দেখি। আমার পোস্টে তো লাইক অনেকেই দেন।
১০০ টাকা পাঠান ঋতুপর্ণার নম্বরে। 7699750212 নম্বরে ফোনপে গুগলপে পেটিএম করতে পারেন। যাঁরা পাঠাচ্ছেন, সবাই স্ক্রিনশট পাঠাবেন ওই নম্বরেই হোয়্যাটস্যাপে। এছাড়া যিনি ব্যাংক ট্রান্সফার করতে চান, তাঁর জন্য ডিটেলস রইল।
Rituparna Koley
Account Number 33054363900
IFSC
SBIN0001865
আজ যিনিই একশ টাকা দেবেন তাঁর সেই একশ টাকা ভবিষ্যতের তন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনার জন্য একটি ভিত্তিপ্রস্তর রূপে গণ্য হবে। আজ রাজা ধর্মপাল নেই, ধর্মপালের যুগ আর নেই, তাই আজকের বিক্রমশীল আমাদের সবাইকে হতে হবে।
ইতিহাস অনেক পড়েছেন আজ পর্যন্ত এই পেজে। আসুন সবাই, এবার মায়ের জয়ধ্বনি দিয়ে নতুন ইতিহাস গড়ার সময় এসেছে।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আট জানুয়ারি দুহাজার তেইশ
সংযোজন
যিনি ব্যাংক ট্রান্সফার করতে চান তাঁর জন্য ডিটেলস রইল
Rituparna Koley
Account Number 33054363900
IFSC
SBIN0001865
ইউপিআই আইডি এবং কিউ আর কোড

আজ এখনও পর্যন্ত বাইশ জন টাকা পাঠিয়েছেন। এঁরা প্রত্যেকে বিক্রমশীল উপাধি পাবেন, কারণ অনাগত মহাবিহারের সূচনা আজ এঁদের হাত দিয়ে হল।
খসড়া সিলেবাস রইল। সবাই মতামত দিন। পয়লা বৈশাখে অনলাইন কোর্সের সূচনা হবে। তন্ত্র ইউনিভার্সিটি তৈরির মত পয়সা নেই আমাদের এখনও কিন্তু তন্ত্রবিদ্যা গবেষণার জন্য নিয়মিত অনলাইন এবং অফলাইন কোর্স আপাতত তৈরি করা সম্ভব।
