
তন্ত্রভূমি বাংলায় তন্ত্রচর্চার কোনও বিশ্ববিদ্যালয় নেই। মাতৃকা উপাসক বাঙালির মাতৃধর্মের দর্শন, তত্ত্ব, ইতিহাস গবেষণার কোনও সারস্বত প্রতিষ্ঠান নেই। তন্ত্র ডিসকোর্স চাই, তন্ত্র ইউনিভার্সিটি চাই, নইলে বাঙালি মানুষ হবে না!
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সাত জানুয়ারি দুহাজার তেইশ