
তন্ত্রসারে মা তারার চারটি নাম।
মা তারার অষ্টোত্তর শতনাম প্ৰচলিত ছিল পালযুগে, যখন তিনি বাঙালির প্রধান উপাস্য মাতৃকা ছিলেন, কিন্তু অনেকগুলি নামই কালগ্রাসে বিলুপ্ত। মধ্যযুগে আগমবাগীশ কর্তৃক সংকলিত তন্ত্রসারে বর্ণিত মা তারার চারটি গুরুত্বপূর্ণ নাম জানব আজ।
১. তারা তারিণী। সন্তানকে ও সাধককে পরিত্রাণ করে মোক্ষ প্রদান করেন, সেজন্য এমন নাম।
২. নীল সরস্বতী। সাধককে বাকশক্তি প্রদান করেন, সেজন্য নীল সরস্বতী বা মহানীলসরস্বতী বলা হয়।
৩. উগ্রতারা। উগ্র আপৎ থেকে রক্ষা করেন।
৪. একজটা। মাতৃকা মাথায় জটা ধারণ করেন।
তারামন্ত্রে এঁদের প্রত্যেকের পুজো হয়।
ঐঁ হ্রীঁ স্ত্রীঁ হূঁ ফট্ মন্ত্রে তারিণীর উপাসনা হয়। এতে বাকসিদ্ধি পাওয়া যায়।
হ্রীঁ স্ত্রীঁ হূঁ ফট্ মন্ত্রে একজটার আরাধনা হয়। এই মন্ত্র মুক্তিপ্রদ। এই মন্ত্রে প্রথমে প্রণব নেই।
হ্রীঁ স্ত্রীঁ হূঁ মন্ত্রে উগ্রতারা এবং মহানীলসরস্বতী পূজিত হন। এই মন্ত্রে প্রথমে প্রণব এবং শেষে অস্ত্র (ফট্) নেই।
ওঁ হ্রীঁ স্ত্রীঁ হূঁ ফট্ – এটি নীলসরস্বতীমন্ত্র।
জয় মা তারা। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, নয় জানুয়ারি দুহাজার তেইশ