
মা দক্ষিণকালিকা।
মা কালীর সবথেকে জনপ্রিয় রূপ নিঃসন্দেহে দক্ষিণাকালী। বলা হয়, যাঁর ভয়ে দক্ষিণদিকের অধিপতি যম ভয়ে পালিয়ে যান, তিনিই দক্ষিণকালিকা। এই রূপে মা দক্ষিণপদ প্রসারিত করে থাকেন, অথবা শবের বুকের উপর তাঁর দক্ষিণপদ থাকে। দক্ষিণাকালী সর্বদা প্রসন্নবদনা হন, তিনি সন্তানকে বরাভয় প্রদান করেন। তন্ত্রসারে দক্ষিণাকালীর অনেকগুলি ধ্যানমন্ত্র আছে, তার মধ্যে একটি আজ আমরা পাঠ করব।
কালীতন্ত্রে মা দক্ষিণকালীর এই ধ্যানমন্ত্র/মূর্তিরূপ পাই যা তন্ত্রসারে উদ্ধৃত হয়েছে।।
করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাং
সদ্যশ্ছিন্নশিরঃ খড়্গবামাধোর্দ্ধকরাম্বুজাং।
অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধপাণিকাং।
মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীং।
কণ্ঠাবসক্তমুণ্ডালীগলদ্রুধিরচর্চ্চিতাং।
কর্ণাবতংসতানীতশবযুগ্ম ভয়ানকাং।
ঘোরদ্রংষ্টাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং।
শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসম্মুখীং।
সৃক্কদ্বয়গলদ্রক্তধারাবিস্ফুরিতাননাং।
ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসীনিং।
বালার্কমণ্ডলাকারলোচনত্রিতয়ান্বিতাং।
দন্তুরাং দক্ষিণব্যাপিমুক্তা লম্বিকচোচ্চয়াং।
শবরূপমহাদেবহৃদয়োপরি সংস্থিতাং।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা দক্ষিণাকালী। জয় জয় মা।
ছবিতে দেখছেন বাংলাদেশের চট্টগ্রামের শ্যামাকালী। ছবি ফেসবুক থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আঠাশ ডিসেম্বর দুহাজার বাইশ