
মা কালীর সবথেকে বড় প্রতিমা আমাদের হৃদয়েই অবস্থিত। তাই মা কে সবার আগে নিজের হৃদকমলে পুজো করবে। সর্বাগ্রে মা কে নিজের ভেতরে না খুঁজে বাইরের প্রতিমায় যে ইষ্টদেবীকে খুঁজতে যায়, সে করায়ত্ত কৌস্তুভ মণিকে ত্যাগ করে দূরাগত কাচের সন্ধানে বৃথা ভ্রমণ করে। সুতরাং আগে হৃদিস্থিত জগন্মাতাকে উপাসনা করে তবেই বহিঃস্থ প্রতিমাকে পুজো করবে।
- শাক্তানন্দ তরঙ্গিণী, ষষ্ঠোল্লাস।
এজন্যই শাক্ত কবি গেয়েছেন, “আমার হৃদকমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা”, কিংবা “যতনে হৃদয়ে রাখো আদরিণী শ্যামা মা কে”, কিংবা “কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলো”।
মা আমাদের হৃদয়ে অবস্থান করেন, আর সেজন্যই তাঁকে ইচ্ছাময়ী বলা হয়, “সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি”। হৃদয়ে বসে তিনি ইচ্ছা করেন বলেই আমরা তাঁর নির্দেশে কর্ম করি।
আপনার হৃদয় জুড়ে মায়ের আরাধনা করুন, কারণ মায়ের সবথেকে গভীর থান আছে আপনারই হৃদয়ে। সবথেকে বড়, উঁচু, ব্যাপ্ত মাতৃমন্দির ও মাতৃপ্রতিমা আপনারই হৃদয়ে অবস্থিত।
জয় মা কালী। জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছাব্বিশ ডিসেম্বর দুহাজার বাইশ