
শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাং
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাং
মুক্তকেশীং ললজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহুঃ
চতুর্ব্বাহুযুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।
- সিদ্ধেশ্বরতন্ত্র অনুযায়ী মা কালীর ধ্যানমন্ত্র/মূর্তিরূপ। তন্ত্রসারে উদ্ধৃত হয়েছে।
ধ্যানমন্ত্রটি অতি সহজ সংস্কৃতে, বাংলার খুব কাছাকাছি, প্রায় পুরোটাই বুঝতে পারবেন, তাও অনুবাদ রইল:
মা শববাহনা, তাঁর মহা ভয়ঙ্কর আকৃতি, তাঁর ঘোর দন্ত। মা বরপ্রদা। মায়ের হাস্যমুখ, ত্রিনয়ন এবং তাঁর হাতে নরকপাল ও খড়্গ। মুক্তকেশী, লোলজিহ্বা প্রসার করে আছেন, রক্তপান করছেন মুহুর্মুহু। চার হাতের মধ্যে বাকি দুই হাতে বর এবং অভয় মুদ্রা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
পিন্টারেস্ট থেকে মায়ের এই ছবিটি নেওয়া।
জয় মা কালী। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আট ডিসেম্বর দুহাজার বাইশ