
প্রিয় কয়েকটি শাক্তপদাবলী, যা আমাদের কালীতত্ত্বের গভীরে যেতে সাহায্য করে।
★ কালী কেবল মেয়ে নয়, মেঘের বরণ করিয়ে ধারণ কখনও কখনও পুরুষ হয়।
অর্থাৎ কালী অব্যক্ত জগদকারণ, সমস্ত লিঙ্গভেদের ঊর্ধ্বে, আমরা বোঝার সুবিধার জন্য, ধ্যান করার সুবিধার জন্য মা বলি। তিনি অদ্বয়, তিনি নারী পুরুষ জীব জড় নির্বিশেষে সমস্ত বিশ্বচরাচরের উৎস।
★ ব্রহ্মাণ্ড ছিল না যখন মুণ্ডমালা কোথায় পেলি।
অর্থাৎ মায়ের এই সাকার মূর্তিরূপ শুধুমাত্র প্রতীকী, ধ্যানের সুবিধার জন্য। তিনি আদ্যা, জগতের কারণ। তাঁর মুণ্ডমালা প্রতীকী।
★ কালী হলি মা রাসবিহারী নটবর বেশে বৃন্দাবনে।
অর্থাৎ শাক্ত বৈষ্ণব অভেদ। কালী ও কালা অভিন্ন, কৃষ্ণী ও কৃষ্ণ অভিন্ন। যিনি কালী তিনিই কৃষ্ণ।
★ কালীনামের দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না।
মন রে কৃষিকাজ জানো না…
কালী আমাদের সীমানা। কালী আমাদের রক্ষাকবচ। মা কালীর গণ্ডীর মধ্যে আমরা সুরক্ষিত। মা কালীর নাম করে যে কর্ম হয়, তা বৃথা যায় না।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
জয় মা কালী। জয় জয় মা।
মায়ের ছবি পিন্টারেস্ট থেকে।
সংযোজন
বাঙালির শাক্ত সঙ্গীত। পাঁচ বছর আগে লিখেছিলাম।
http://bongodorshon.blogspot.com/2017/08/blog-post_13.html?m=1
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তেরো ডিসেম্বর দুহাজার বাইশ