
মা মৎস্যদা, মাছে ভাতে বাঙালির ধান্যমৎস্যা মাতৃকা। দক্ষিণ হস্তে বরদা মা আমাদের জোড়া মাছ প্রদায়িনী, বাম হস্ত হরপ্পা সভ্যতার আদি মাতৃকার মত কোমরে রাখা, এই ভঙ্গিতে মা তাঁর লীলা ও ঐশ্বর্য প্রকাশ করছেন। তাঁর মাথার পেছনে দশটি ধান্যশীর্ষ। এই মাতৃমূর্তির প্রাপ্তিস্থান চন্দ্রকেতুগড়, গঙ্গারিডাই সভ্যতা।
এই মাতৃমূর্তিটি মোটামুটি বাইশশো-তেইশশো বছর পুরোনো। বর্তমান অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা মিউজিয়াম অভ আর্ট।
এরকম একাধিক মাতৃমূর্তি পাওয়া গেছে চন্দ্রকেতুগড় থেকে, সবই খ্রিষ্টপূর্ব যুগে। আজ থেকে দুহাজার বছর আগে আচমকা এই জনপ্রিয় মাতৃকারা বিলুপ্ত হন, তারপর থেকে আর তাঁদের কোনও মূর্তি পাওয়া যায় না।
★★★
কেন বলুন তো? কি মনে হয়? এমন জনপ্রিয় মাতৃমূর্তি, অথচ কোনও আর্যাবর্ত গ্রন্থে কোনও বর্ণনা নেই, ধ্যানমন্ত্র নেই, মূর্তিরূপ নেই কেন? এবং সম্পূর্ণ মুছে গেলেন কেন আমাদের এই আদিমাতৃকা?
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
¶¶ The answer my friend is blowin’ in the wind ¶¶