
দেবীভাগবত বলে, যখন সৃষ্টির আদিতে বেদ ছিল না, বিষ্ণু বা বাসব ছিলেন না, জল, বায়ু, অম্বর ছিল না, মন ছিল না, বুদ্ধি ছিল না, তখন শুধু দেবী ছিলেন।
এই রূপটিই অব্যক্ত জগদকারণ প্রকৃতির। কালীকুলের কেন্দ্রে এই অদ্বয়বাদ আছে। তিনি উৎস, তিনি সমাপ্তি, এবং উৎস থেকে প্রলয় অবধি জগৎ জুড়ে তিনি ছাড়া আর কিছু নেই।
কালী সর্বকারণকারণম। জয় জয় মা।
কালীতত্ত্ব ও কালী-ইতিহাস আরও বিস্তারিত জানতে আমার পেজের পুরোনো লেখা পড়ুন।
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ত্রিশ নভেম্বর দুহাজার বাইশ