
বৌদ্ধ কালী।
চিত্তাকর্ষক বিষয় হল পালযুগের বাংলায় বৌদ্ধদের মধ্যে কালী পূজিত হতেন,এবং মা কালীর বর্তমান মূর্তিরূপের পেছনে বৌদ্ধ তন্ত্রের অবদান আছে। বাংলায় কালীর বর্তমান মূর্তির সর্বপ্রাচীন নিদর্শন পালযুগেই পাওয়া যায় (হরপ্পা সভ্যতা, পাণ্ডু রাজার ঢিবি, চন্দ্রকেতুগড় প্রভৃতি স্থানে কালীর উপাসনা হত, কিন্তু এই মূর্তি ছিল না)। আজ আমরা জানব বৌদ্ধদের উপাস্য মা কালীর মূর্তিরূপের কথা।
★ বৌদ্ধদের মহাযান সাধনায় এবং বজ্রযান তন্ত্রে কালিকার উল্লেখ আছে।
★ কালিকা হলেন মহাকালের পূর্ব দক্ষিণ দিকের অধিষ্ঠাত্রী।
★ কালিকা কৃষ্ণবর্ণা, দ্বিভুজা।
★ এঁর হাতে কর্ত্রি এবং নরকপাল (বিকল্পে নরদেহ)।
★ ইনি প্রত্যালীঢ়পদা এবং শবারূঢ়া। ইনি মুণ্ডমালা ধারণ করেন।
★ ইনি মুক্তকেশী। দন্তব্যাদান করে থাকেন। ইনি ত্রিলোচনা এবং নগ্নিকা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তিব্বতের চিত্র: বৌদ্ধ তন্ত্রের কালী, ওঁরা Troma Nagmo বা গডেস অভ টাইম বলে ডাকেন। কালী যে কালের কলন করেন, আমরা জানি, তিনি কালের নিয়ন্ত্রক, এজন্যই কালী।
বৌদ্ধ কালীর এই ছবি পিন্টারেস্ট থেকে।
জয় মা বৌদ্ধ কালিকা। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পঁচিশ নভেম্বর দুহাজার বাইশ